আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপিকে আবারও জনগণ প্রত্যাখান করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আজ শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বিআরটিসি বাস ডিপো পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘তৃণমূলে শক্তি, প্রথমবার ভোটারদের শক্তি ও নারীদের শক্তিসহ সব কিছু মিলিয়ে আমরা আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী। তিনি বলেন, তৃণমূলে বিএনপির অবস্থা অনেক দুর্বল। আগামী নির্বাচনে দলটিকে প্রত্যাখ্যান করবে জনগণ।কাদের বলেন, ‘নিরপেক্ষ হলে বিএনপিকেই আবারও জনগণের প্রত্যাখ্যান মেনে নিতে হবে। তৃণমূলের শক্তি, বাংলার ফার্স্ট টাইম ভোটারদের শক্তি, নারীদের শক্তি সব মিলিয়ে আমরা আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমরা ইনশাল্লাহ অত্যন্ত আশাবাদী।’ ঢাকা উত্তর সিটি নির্বাচনে দ্রুতই দলের প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
ঢাকা,শুক্রবার,৩০ ডিসেম্বর, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।