গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে কালাম শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের কর্মপক্ষে ২০ জন।সোমবার (২৩ নভেম্বর) সকালে ওই ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কালাম ইউনিয়নের রাঘদী গ্রামের মৃত জলিল শেখের ছেলে। আহতদের নাম জানা যায়নি।আহতদের রাজৈর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া জানায়, দীর্ঘদিন ধরে রাঘদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হন।
গুরুতর আহত কালাম শেখকে (২৫) রাজৈর হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানান তিনি।এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
গোপালগঞ্জ,সোমবার,২৩ নভেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।