চীন ও রাশিয়া রোহিঙ্গা ইস্যুর এই মানবিক সঙ্কটে মানবতা, সত্য, ন্যায় ও যুক্তির পক্ষে অবস্থান নেবে।রোহিঙ্গাদের মানবিক সংকটে বিশ্বের এ দুই পরাশক্তি যথাযথ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মণ্ডপ পরিদর্শনের সময় এ আশা ব্যক্ত করেন তিনি। ‘চীন ও রাশিয়া বৃহৎ শক্তি, তারাও আমাদের বন্ধু রাষ্ট্র। এ মানবিক সঙ্কটে তারা যথাযথ ভূমিকা পালন করবে-এটা আমরা আশা করি। এর মধ্যে চীনও মানবিক সহযোগিতা পাঠাচ্ছে।’ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মুক্ত আলোচনা সম্পর্কে আমরা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে জানতে পেরেছি-চীন ও রাশিয়া রোহিঙ্গা সঙ্কট ইস্যুতে মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। এ বিষয়ে আমরা এটা তাদের শেষ পদক্ষেপ হিসেবে মেনে নিতে চাই না।
তিনি বলেন, আমাদের কথা হচ্ছে একদিকে মানবিক সাহায্য অন্যদিকে রোহিঙ্গা নির্যাতনকেও সমর্থন করা দ্বিচারিতা। এটা সমর্থন যোগ্য নয়। আমি আশা করবো তারা (চীন ও রাশিয়া) এই দ্বিচারিতা থেকে সরে আসবে।ওবায়দুল কাদের বলেন, চীন ও রাশিয়া রোহিঙ্গা ইস্যুর এই মানবিক সঙ্কটে মানবতা, সত্য, ন্যায় ও যুক্তির পক্ষে অবস্থান নেবে। ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মুক্ত আলোচনা সম্পর্কে আমরা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে জানতে পেরেছি-চীন ও রাশিয়া রোহিঙ্গা সঙ্কট ইস্যুতে মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। এ বিষয়ে আমরা এটা তাদের শেষ পদক্ষেপ হিসেবে মেনে নিতে চাই না।
ঢাকা,শুক্রবার,২৯ সেপ্টম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।