গোল্ডন মনিরের বাবা সিরাজের নামে প্রতিষ্ঠিত স্কুলের নাম পরিবর্তন করার দাবি জানান। পাশাপাশি প্রতারণা করে রাজউকের মাধ্যমে নেয়া প্লটগুলো দখলমুক্ত করারও দাবি জানান তারা।রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর মেরুল বাড্ডা এলাকার ইউলুপের কাছে আয়োজিত মানববন্ধনে স্থানীয়রা অংশ নেন।এসময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করারও চেষ্টা কররে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। পরে পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়। এসময় স্থানীয় জনপ্রনিধিরাও উপস্থিত ছিলেন। এসময় তারা অভিযোগ করেন, গোল্ডেন মনিরের বাবা রাজাকার ছিলেন; তাই তার নামের স্কুলটি কোনো মুক্তিযোদ্ধার নামে নামকরণ করা হোক। একই সাথে সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুলকে সরকারিকরণ করার দাবিও জানানো হয় মানববন্ধনে।
ঢাকা,রোববার,২৯ নভেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।