রাজধানীর হাতিরঝিল মধুবাগ ব্রীজ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মো. গোলাম আজম জানান, সন্ধ্যার দিকে খবর পাই হাতিরঝিল মধুবাগ ব্রীজ এলাকায় পানিতে একটি মরদেহ ভাসছে। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। যুবকের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
ঢাকা,বৃহস্পতিবার,১৪ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।