সিরাজগঞ্জের নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহা উদ্দিন ফারুকী।
পুলিশ জানিয়েছে, রোববার রাতে তরিকুল হত্যা মামলার এজাহারভুক্ত ২৭ নম্বর আসামি স্বপন ব্যাপারীকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিরাজগঞ্জ সদর থানায় রাখা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।এর আগে, ওইদিন রাতে নিহত কাউন্সিলর তরিকুল ইসলাম খানের ছেলে হৃদয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহদত হোসেন বুদ্ধিনকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৪০/৪৫ জনের নামে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
শনিবার রাতে ফলাফল ঘোষণায় বেসরকারিভাবে জয়ী হন সিরাজগঞ্জ সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তরিকুল ইসলাম খান। ফল ঘোষণার পর তর্কাতর্কির জেরে ছুরিকাঘাতে খুন হন নব নির্বাচিত কাউন্সিলর তরিকুল। এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
সিরাজগঞ্জ,সোমবার,১৮ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।