ভারতের কর্ণাটকে পাপাথরখনিতে বিস্ফোরণে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।শুক্রবার (২২ জানুয়ারি) এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে শক্তিশালী ওই বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পার্শ্ববর্তী চিকমাগালুর ও দাভানগেরে এলাকাও কেঁপে ওঠে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে কিছু ডিনামাইট অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডকে ডাকা হয়েছে এবং ঘিরে ফেলা হয় গোটা এলাকা। বিস্ফোরণে যারা মারা গেছেন, তারা একটি ট্রাকে পাথরখনির উদ্দেশে বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন। বিস্ফোরণের পর ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে।আরও বিস্ফোরক থাকার আশঙ্কায় ঘটনাস্থলে ঢুকতে পারেনি পুলিশ। এর বদলে বোম্ব স্কোয়াড ডাকা হয়েছে। অবরুদ্ধ করে দেয়া হয়েছে গোটা এলাকা। প্রাদেশিক মুখ্যমন্ত্রী এটা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার, ২২ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।