কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,৩১জানুয়ারি।। পটুয়াখালীর কলাপাড়ায় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবার জন্য মা ও কিশোর- কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ব্রিটিশ সরকারের (এফসিডিও) এর আর্থিক সহযোগীতায় ওয়ার্ল্ডওয়াইড’র আয়োজন এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিনময় হালদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াছ খান রানা। সমাবেশে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা, রক্ত পরিক্ষা ও কিশোরিদের বয়ষসন্ধীকালীন সময় নিয়ে বিষদ অলোচনাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
উত্তম কুমার হাওলাদার কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,রোববার,৩১ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।