পঞ্চম ধাপে দেশের ২৯টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট শুরু হয়েছে, বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।সকাল থেকে কেন্দ্রে-কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটের জন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন আছে পুলিশ-র্যাব-বিজিবি।
এদিকে, পাশাপাশি দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও।
ঢাকা,রোববার,২৮ ফেব্রুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।