ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, আমরা ক্ষমতায় যেতে প্রস্তুত। জনগণ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আওয়ামী লীগ ও বিএনপি’র দুঃশাসনে মানুষ এখন দিশেহারা। সবখানে জটলা, শিক্ষায় জট, উন্নয়নে জট, রাস্তায় থাকালে বৈদ্যতিক তারের জট। উন্নয়নের জোয়ারে মহাসড়কে পানি আর পানি। আজ শনিবার (রমনা) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির যৌথ সভায় সভাপতির বক্তব্যে মাননীয় চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।
এরশাদ বলেন,তত্ত্বাবধায়ক নয়, সাংবিধানিক সরকারের অধীনে জাতীয় পার্টি নির্বাচন চায় বলেও জানান তিনি।সাংগঠনিক তৎপরতা বাড়াতে দেশব্যাপী সম্মেলনের নির্দেশনা দেন পার্টি চেয়ারম্যান।কর্মসূচির ঘোষণা দেন মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
সভায় আরো বক্তব্যে রাখেন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী পিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপিসহ প্রমুখ।
ঢাকা,শনিবার,২৯ জুলাই, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।