কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচারসহ তিন দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জোটের নেতাকর্মীরা সোমবার এই কর্মসূচি পালন করছেন।
কর্মসূচির অংশ হিসেবে জোটের নেতাকর্মীরা বেলা ১২টার পর মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হলে হাইকোর্ট মোড় পার হয়ে পুলিশি বাধার মুখে পড়ে। এ অবস্থায় সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
একজন লেখকের কেন মৃত্যু হলো এবং তার তদন্ত করতে হবে মূলত সেই দাবি নিয়েই আন্দোলন করছেন বিক্ষোভকারীরা।
এর আগে শনিবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি পালনের ঘোষণা দেয় প্রগতিশীল ছাত্রজোটের নেতৃবৃন্দ।
ঢাকা,সোমবার,০১ মার্চ,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।