দেশে চীনের সিনোফার্ম টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
আগামী ২ সপ্তাহের মধ্যে এই টিকা দেশে এলে টিকা কর্মসূচি শুরু করা যাবে বলে জানান ওষুধ প্রশাসনের মহাপরিচালক।
আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান ওষুধ প্রশাসনের মহাপরিচালক।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘সার্বিক দিক বিবেচনা করে আমাদের এ সম্পর্কিত একটি কমিটি এটা অনুমোদন দেয়ার সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতে আমরা সিনোফার্ম টিকার ইমার্জেন্সি ব্যবহারে আজ অনুমোদন দিয়েছি। দেশে সরকারিভাবে এই টিকা উৎপাদনের বিষয়ে আলোচনা হচ্ছে।’
ঢাকা,বৃহস্পতিবার, ২৯ এপ্রিল,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।