ইসরায়েলে একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে শুক্রবার (৩০ এপ্রিল) ৪৪ জন নিহত হয়েছেন। জরুরি সেবাকর্মীরা উদ্ধারকাজ পরিচালনা করছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, মেরন পর্বতের পাদদেশে লাগ বি’ওমের নামের এই ধর্মীয় উৎসবে এ দুর্ঘটনা ঘটে। গতবছর করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে এই ধর্মীয় উৎসব বন্ধ ছিল। তবে এ বছর সফলভাবে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করায় এবং করোনা নিয়ন্ত্রণে চলে আসায় এই উৎসবের আয়োজন করা হয়।
করোনা মহামারি শুরুর পর থেকে এটি ছিল বড় গণজমায়েত। প্রথম দিকে মনে হয়েছিল, উৎসবস্থলে স্টেডিয়ামের কোনো অংশ ভেঙে পড়ায় এই ঘটনা ঘটেছে। কিন্তু পরবর্তীতে জরুরি সেবা বিভাগ জানিয়েছে, সেখানে পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে।
এদিকে ইসরায়েলের উদ্ধার সেবা বিভাগের মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘ঘটনাস্থলেই ৩৮ জন মারা গেছেন। এ ছাড়া হাসপাতালে মারা গেছেন বেশ কয়েকজন।’
আন্তর্জাতিক ডেস্ক, শুক্রবার,৩০ এপ্রিল,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।