করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে কঠোর ‘লকডাউনে’ অকারণে ঘর থেকে বের হলেই গ্রেফতার করে মামলা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
বুধবার (৩০ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, কেউ অকারণে ঘর থেকে বের হলে আমরা জিজ্ঞাসাবাদ করব, প্রয়োজনে ম্যাজিস্ট্রেট নিয়ে ব্যবস্থা নেব। কেউ অকারণে বের হলেই বেশ আইনি ঝামেলায় পড়তে হবে। যানবাহন ব্যবহার করলে মোটরযান আইনে ব্যবস্থা নিব।তিনি আরও বলেন, আমরা কঠোর অবস্থানে থাকবো। ঢাকা মহানগরীর প্রধান সড়কসহ অলিগলিতে থাকবে পুলিশি টহল। নগরীতে প্রবেশ ও বাহির পথে জোরদার করা হবে চেকপোস্ট।
কেউ অকারণে বের হলে তাকে দণ্ডবিধির ২৬৯ ধারা অনুযায়ী তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হবে, যেটি আমরা এর আগে কখনো করিনি। এবারে আমরা এই অবস্থান পর্যন্ত যাবো। তিনি বলেন, শুধুমাত্র পরিচয়পত্র ব্যবহার করে সংবাদকর্মীরা চলাচল করতে পারবেন বলেও জানান তিনি।
আবার আদালতে না পাঠিয়ে মোবাইল কোর্টেরর মাধ্যমে তাদের তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থাও করা হবে। এই ধারায় সর্বোচ্চ ৬ মাসের জেল, অর্থদণ্ড ও উভয়দণ্ড হতে পারে বলে জানান কমিশনার।
ঢাকা,বুধবার,৩০ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।