আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার পবিত্র ঈদুল আযহা।সবাইকে জানই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।সৃষ্টিকর্তা মহান আল্লাহর আদেশে হযরত ইবরাহীম (আঃ) তাঁর আপন পুত্র ইসমাইলকে কুরবানি করার ঘটনাকে স্বরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা এই দিবসটি পালন করে। এ এক অনাবিল আনন্দ, যে আনন্দের কোনো তুলনা নেই। এ আনন্দ আল্লাহর নৈকট্য লাভের আনন্দ। এ আনন্দ গুনাহ মাফের এবং বৈষয়িক ব্যস্ততাকে বাদ দিয়ে পরলৌকিক জগতের পাথেয় সংগ্রহ করার আনন্দ। এ আনন্দ গরিব-দুঃখীর সাথে একাত্ত্ব হওয়ার আনন্দ। এ আনন্দ পশু কোরবানীর সাথে সাথে মনের পশুকে পরাস্থ করার আনন্দ। খুশির ঈদ- এর বরাত সবার জীবনেই বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি আর খুশির জোয়ার।
মাসুদ হাসান রিদম
ঢাকা,সোমবার, ১২ সেপ্টম্বর, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।