এতবড় একটা দুর্যোগ এসে উপস্থিত হয়েছে আর সেই হাওর অধিদপ্তরের কর্মকর্তারা বিদেশে অবস্থান করছেন। তাহলে বুঝতে হবে যে দেশে সরকার নেই বলে মন্তব্য করেছেন, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়াকে দেখতে গিয়ে গণমাধ্যমের সামনে এ মন্তব্য করেন তিনি।
এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার তার যে নীতি বিরোধী দলকে সভা সমিতি করতে দেবে না। এটা তারই বহিঃপ্রকাশ। এখান থেকে বোঝা যায় গণতন্ত্রের অবস্থা কোন জায়গাতে আছে। কোন সুশাসন নেই। কারণ এতবড় একটা দুর্যোগ এসে উপস্থিত হয়েছে আর সেই দপ্তরের কর্মকর্তারা বিদেশে অবস্থান করছেন। তাহলে বুঝতে হবে যে সরকার নেই।’এসময় মে দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ঢাকা,বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।