ঔপন্যাসিক এবং ভারতের নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ কমলা ভাসিন মারা গেছেন। শনিবার ২৫ সেপ্টেম্বর ভোররাতে তার মৃত্যু হয়।
শনিবার (২৫ সেপ্টেম্বর) শেষ রাতের দিকে দিল্লির একটি হাসপাতালে তার মৃত্যু হয়। সকালে এক টুইট বার্তায় এই তথ্য জানান আরেক অধিকার কর্মী কবিতা শ্রীবাস্তব। দক্ষিণ এশিয়ার নারী আন্দোলনের জন্য এটি একটি বড় ধাক্কা বলেও জানান তিনি।
১৯৪৬ সালে রাজস্থানে জন্ম হয় কমলা ভাসিনের। ৭০ এর দশক থেকেই ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নারী অধিকার আন্দোলনের অন্যতম নাম তিনি। ৩৫ বছর ধরে শিক্ষা, উন্নয়ন, জেন্ডারের মতো বিষয়ে কাজ করেছেন।
গ্রামাঞ্চল ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পিছিয়ে পড়া নারীদের জন্য ২০০২ সালে ‘সাংগাত’ নামের একটি নেটওয়ার্ক গঠন করেন তিনি। জেন্ডার থিওরি, নারীবাদ ও পুরুষতন্ত্রের উপর লেখা তার বেশ কয়েকটি বইও রয়েছে। কাজ করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি কর্মসূচির সঙ্গেও। জীবনকে সব অবস্থাতেই উপভোগ করতে জানতেন এই লেখিকা।
ঢাকা,২৫ শনিবার, আগষ্ট,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।