ইভ্যালি কোম্পানির সব নথি ১১ অক্টোবরের মধ্যে জমা দিতে রেজিস্টার ফর জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্মকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এ তথ্য জানিয়েছেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন।
এর আগে এক গ্রাহকের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (২২ সেপ্টেম্বর) ইভ্যালির সব ধরনের সম্পদ বিক্রি এবং হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট।
ওই আদেশের ধারাবাহিকতায় নথি তলবের আদেশ দিয়েছেন বলে জানান আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন।
এদিকে, ধানমন্ডি থানার প্রতারণার আরেক মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। ৫দিনের রিমান্ড চাওয়া হয়। ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালত শুনানি শেষে রিমান্ড না মঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
ঢাকা,বৃহস্পতিবার,৩০ সেপ্টেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।