ফোকসম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগমের মা উজালা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী সজল হোসেন জানান, দীর্ঘ দিন ধরে লিভারজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত ১৫ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে উজালা বেগম এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণিজন রেখে গেছেন।
তিনি আরও জানান, আজ বাদ আছর সিংগাইর উপজেলার জয়মন্টপের বাউল কমপ্লেক্সের উজালা বেগমের স্বামী মধু বয়াতির পাশেই তাকে সমাহিত করা হবে। এতে জেলার রাজনৈতিক,সামাজিক ও বাউল শিল্পীসহ জেলা প্রশাসন,পুলিশ সুপার,মানিকগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করবেন।
বিনোধন ডেস্ক,বৃহস্পতিবার,৩০ সেপ্টেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।