শিক্ষার্থী মাইনুদ্দিনের মৃত্যুর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে নতুন বাজার থেকে রামপুরা পর্যন্ত।
এদিকে মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত সড়কের যানবাহনও থেমে আছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল থেকে অফিসগামী যাত্রীরা রামপুরা সড়কে পড়েছে চরম দুর্ভোগে। অনেকেই গণপরিবহণ থেকে নেমে হেঁটে যেতে শুরু করেছে। যারা নিজেস্ব যানবাহন (প্রাইভেটকারে) বা মোটরসাইকেলে যাতায়ত করছেন তারা ভোগান্তিতে রয়েছেন।এর আগে, সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহতের ঘটনায় মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০ টা থেকে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেয় শিক্ষার্থীরা। এদিকে বাড্ডা লিংক রোডে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
ঢাকা,মঙ্গলবার, ৩০ নভেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।