আয়কর রিটার্ন দাখিল করার সময়সীমা আরও একমাস বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার ছিল আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ দিন।মঙ্গলবার (৩০ নভেম্বর) ন্যাশনাল ব্যুরো অব রেভিনিউ (এনবিআর)-র পরিচালক (জনসংযোগ) সৈয়দ মু’মেন এই তথ্য জানান।পূর্ব ঘোষণা অনুযায়ী, শেষ দিন হওয়ায় সকাল থেকে রাজধানীর কর অঞ্চল অফিসগুলোতে ছিল প্রচণ্ড ভিড়। মাসব্যাপী চলা এ কার্যক্রম আরও কয়েক সপ্তাহ বাড়ানোর দাবির মুখেই সময় বাড়ানো হলো।
কর কর্মকর্তারা জানিয়েছেন, শেষ দিনের ভিড় সামাল দিতে নেয়া হয় বাড়তি প্রস্তুতি। বাড়ানো হয় বুথ। ১লা নভেম্বর থেকে আঞ্চলিক অফিসগুলোতে রিটার্ন জমার নেয়ার এ কার্যক্রম শুরু হলেও, গত বৃহস্পতিবার থেকে বাড়তে থাকে করদাতাদের চাপ। শেষ দিনে রিটার্ন জমা দিতে ব্যর্থ হলেও পরে জরিমানা দিয়ে কর পরিশোধ ও রিটার্ন জমা দেয়ার সুযোগ থাকবে।
ঢাকা,মঙ্গলবার,৩০ নভেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।