ভারতের মুম্বাই শহরে এলফিনস্টোন রেলস্টেশনে একটি ফুটওভার ব্রিজে পদদলিত হয়ে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। স্থানীয় সময় আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে মুম্বাইয়ের লোয়ার প্যারেল ও এলফিনস্টোন রেলস্টেশন-সংলগ্ন ওই ব্রিজে এ ঘটনা ঘটে বলে খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।ভারতীয় সংবাদমাধ্যম জানায়,বৃষ্টিতে সকালে ব্যস্ত সময়ে মুম্বাইয়ের লোয়ার পেরেল এবং ইলপিনস্টোন স্টেশনের কাছে ওই ফুটওভার ব্রিজে লোকজন মাথা গুঁজলে প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে ২২ জন নিহত হয়েছেন। ঘটনার পর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার,২৯ সেপ্টম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।