সুদানের পশ্চিম কর্দোফান প্রদেশে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় মঙ্গলবার ( ২৮ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সুদানের রাষ্ট্র পরিচালিত খনি কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দক্ষিণে ফুজা গ্রামে মঙ্গলবার একটি পরিত্যক্ত খনি ধসে পড়েছে।
সংস্থাটি বলছে, খনিটি কার্যকর না থাকলেও এর পাহারায় নিযুক্ত নিরাপত্তা বাহিনী ওই এলাকা ছেড়ে গেলে স্থানীয় খনি শ্রমিকরা কাজে ফিরে আসে। তবে ঠিক কবে থেকে খনির কাজ বন্ধ ছিল তা স্পষ্ট করে বলা হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দারসায়া খনিতে বেশ কয়েকটি খাদ ধসে পড়েছে। এতে আহত আরও ৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার, ২৯ ডিসেম্বর,,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।