ইন্দোনেশিয়ায় শক্তিশালী ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির পূর্বাঞ্চলীয় মালাকু প্রদেশের বরত দায়া দ্বীপপুঞ্জে। যার গভীরতা ছিল ২০০ কিলোমিটার। ভূমিকম্পের পর ওই দ্বীপপুঞ্জে জারি করা হয় উচ্চ সতর্কতা। তবে, আশপাশের দ্বীপগুলোয় সুনামি সতর্কতা জারি করা হয়নি।
আন্তর্জাতিক ডেস্ক,বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর,,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।