ভারতের পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এজন্য কাল সোমবার থেকে রাজ্যের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্যে গত ছয় দিনে দৈনিক আক্রান্তের সংখ্যায় ১০ গুণ বেশি বৃদ্ধি হয়েছে।রোববার (২ জানুয়ারি) স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বৈঠক শেষে রাজ্যের মুখ্যসচিব ঘোষণা দেন, সোমবার থেকে লন্ডন থেকে আসা কোনো উড়োজাহাজ কলকাতায় নামতে পারবে না। তবে সেই দেশের কোনো যাত্রীকে আটকানো হবে না। অর্থাৎ তারা অন্য কোনো দেশ থেকে আকাশ পথে কলকাতায় আসতে পারবেন। তবে সব দেশের নাগরিকরা কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক। সেক্ষেত্রে এই দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট বিমান সংস্থাকে। এছাড়াও আন্তঃরাজ্য বিমান চলাচলেও কিছু বিধিনিষেধ থাকছে।
আংশিক লকডাউনে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সুইমিং পুল, পার্ক, সেলুন, চিড়িয়াখানাসহ পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। সন্ধ্যা ৭টার পর থেকে সব লোকাল ট্রেন বন্ধ। তবে দূরপাল্লার ট্রেন চলবে যথানিয়মে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত থাকবে নৈশ কার্ফু। এ সময়ে জরুরি কারণ ছাড়া বের হতে পারবেন না কেউ। সব সরকারি-বেসরকারি অফিসে উপস্থিতি ৫০ শতাংশের বেশি নয়। এই বিধি নিষেধ আপাতত আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। সেই সঙ্গে ‘দুয়ারে সরকার’ প্রকল্প একমাস পিছিয়ে শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে।
এছাড়া আরও কিছু আগের বিধিনিষেধ পশ্চিমবঙ্গে আবার চালু করেছে মমতার সরকার। পাশাপাশি ১৫ থেকে ১৮ বছর বয়সীদের সোমবার থেকে কোভিড টিকাকরণ শুরু করতে চলেছে কলকাতা সিটি করপোরেশন। সেই টিকা দেওয়া হবে স্কুলে স্কুলে। তালিকায় প্রথমস্তরে রয়েছে ১৬টি স্কুলের নাম।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার ০২ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।