ময়মনসিংহের হালুয়াঘাটে গারো দুই স্কুলছাত্রী ধর্ষণ মামলার ৯দিন পর পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জানা গেছে, এদের মধ্যে এজাহারভুক্ত আসামি চারজন এবং অপরজন সন্দেহভাজন আসামি।শনিবার (৮ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ওসি (গোয়েন্দা) শফিকুল ইসলাম।
তিনি জানান, সম্প্রতি ব্যাপক আলোচিত ময়মনসিংহের হালুয়াঘাটে স্কুল পড়ুয়া আদিবাসী গারো সম্প্রদায়ের দুই কিশোরীকে গণধর্ষণের মামলার মূল আসামী রিয়াদকে গ্রেফতার করা হয়েছে।গত ২৭ ডিসেম্বর রাতে হালুয়াঘাটের গাজীরভিটা এলাকায় গায়েহলুদের অনুষ্ঠান শেষে ফেরার পথে দুই স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা।
ময়মনসিংহ,শনিবার ০৮ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।