অনিয়ম, দুর্নীতি ও ঘুষের অভিযোগে বরখাস্ত হওয়া সাবেক ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিং আইনে দায়ের করা মামলায় ৮ বছরের সাজা দিয়েছেন আদালত।রোববার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।
গত ২৭ ডিসেম্বর এ মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করা হয়। ওইদিন দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল ও আসামিপক্ষে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী যুক্তিতর্ক শেষ করেন।
ঢাকা,রোববার ০৯ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।