করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ প্রথম স্থানে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।রোববার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংক্রমণ রোধে দু-একদিনের মধ্যে নতুন নির্দেশনা জারি করা হবে। আজকালের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ার মধ্যে এক নম্বর স্থান অর্জন করেছে বাংলাদেশ। পৃথিবীর অনেক দেশ এখনও ১০ শতাংশের ওপরে ভ্যাকসিন দিতে পারিনি। বাংলাদেশ প্রথম ডোজ ৬০ শতাংশ এবং দ্বিতীয় ডোজ ৪০ শতাংশ মানুষকে দিতে সক্ষম হয়েছে। দেশের প্রায় সাড়ে ১৩ কোটি ভ্যাকসিন দেয়া সম্ভব হয়েছে। সকল জনগোষ্ঠীর টিকা নিশ্চিতে ৩১ কোটি টাকার ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, টিকার অভাব হচ্ছে না। কিন্তু মানুষের টিকা নেয়ার আগ্রহ কমে গেছে। সে কারণে আমার বিভিন্ন প্রচার-প্রচারণা করছি। টিকা দেয়ার জন্য আমরা কমিউনিটি ক্লিনিক পর্যন্ত গিয়েছিলাম। ইউনিয়নে তিনটি ওয়ার্ডে টিকা দেয়া হতো, এখন সেটাকে ৯টি ওয়ার্ডে নিয়ে যাচ্ছি। যাতে বেশি মানুষ টিকার আওতায় আসে। আজ মৃত্যুর হার এত কম কেন? কারণ এ পর্যন্ত পৌনে ৮ কোটি মানুষ টিকা নিয়েছে। তাই মৃত্যুর হার এত কম।সংক্রমণ বৃদ্ধির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনায় মৃত্যুর হার কম থাকলেও এখন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনের সংক্রমণ বেড়ে এখন ১১০০ তে পৌঁছে গেছে যা আশঙ্কাজনক। এ বিষয়ে যথাযথ নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।’
ঢাকা,রোববার, ০৯ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।