কক্সবাজারের উখিয়া উপজেলার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোহিঙ্গা ক্যাম্পের আগুন দেড় ঘন্টায় চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।সহস্রাধিক বসতঘর পুড়ে গেছে। রোববার (৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন ক্যাম্পে আগুন লাগার বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, উখিয়ার শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পাওয়ার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কক্সবাজার সদর, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিসের আরও ১১টি ইউনিট ঘটনাস্থলে এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
কক্সবাজার,রোববার ০৯ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।