কাজাখস্তানে গত এক সপ্তাহের দাঙ্গায় ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এ সময়ের মধ্যে গ্রেফতার হয়েছেন ৫ হাজারের বেশি।এছাড়াও দেশটিতে সপ্তাহব্যাপী বিক্ষোভে ৫ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশটির প্রাদেশিক অঞ্চলগুলোতে এক সপ্তাহ আগে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে বড় শহরগুলোতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাশিয়া থেকে সেনা আনার পাশাপাশি বিক্ষোভকারীদের দেখা মাত্রই গুলির নির্দেশ দেন প্রেসিডেন্ট তোকায়েভ। বিক্ষোভে দেশটিতে প্রায় ২শ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। লুটপাট হয়েছে শতাধিক ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান। পুড়িয়ে দেয়া হয়েছে ৪শ’র বেশি গাড়ি। এদিকে, বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। তবে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন। এদের মধ্যে আলমাটি শহরেই ১শর বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার ০৯ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।