নাটোরে ট্রাক, বাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ট্রাক ড্রাইভারসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বুধবার ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, তোকিয়া এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সাথে বিপরীত দিকে থেকে আসা কাঠ ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঢাকাগামী পিকআপের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায় ট্রাক ড্রাইভার আবু মুসা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে আসাদুল ইসলাম নামে এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।এছাড়া এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর,বুধবার ১২ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।