বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামে নৃশংস এ হামলার ঘটনা ঘটে।
হামলায় হাত বিচ্ছিন্ন হওয়া নাদিম খান (২৫) সদর উপজেলার তেজদাসকাঠী গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে। এসময় নাদিমের সঙ্গে থাকা মাসুদ শেখকেও (৩৫) পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছে হামলাকারীরা। মাসুদ উপজেলার উত্তর কদমতলা গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে। তারা দুজনই ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হানিফ খানের সমর্থক।নাদিমের গলা, পা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাসুদুজ্জামান। পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা বলে জানান তিনি।
পিরোজপুর,বৃহস্পতিবার ১৩ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।