বাংলা পৌষ মাসের শেষ দিনটি সদ্য ঘরে তোলা শস্য দিয়ে তৈরী হরেক রকম পিঠাপুলি খেয়ে আর ঘুড়ি-ফানুস উড়িয়ে উদযাপন করা হয় পৌষ সংক্রান্তি বা মকরসংক্রান্তি নামে। একসময় গ্রামবাংলার ঘরে ঘরে বেশ ঘটা করে পালিত হতো দিনটি। দিনের শুরুতে স্নান করে নতুন ধানের খড়ে আগুন পোহানো, পূজা দিয়ে পিঠা, মোয়া, কদমা তৈরি করে বিতরণ করার রেওয়াজ ছিল। ছিল নতুন কাপড় পরার চল যা এখনও পশ্চিমবঙ্গে সুন্দরবন এলাকায় দেখা যায়।
সনাতন ধর্মাবলম্বীদের কাছে দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এদিন পৌষের শীতে জমে ওঠে পিঠা-পুলির আয়োজন, ঘরে ঘরে নতুন চালে তৈরি করা হয় পিঠা ও মিষ্টান্ন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই বাজি পোড়ানো, ফানুস ওড়ানোর ভেতর দিয়ে আনন্দমুখর পরিবেশে পালিত হয় উৎসবটি। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে ঘুড়ি ওড়ানো উৎসবেরও আয়োজন করা হয়। ‘সংক্রান্তি’ অর্থ সঞ্চরণ বা গমন। সূর্যের এই এক রাশি থেকে অন্য রাশিতে গমন করাকেই ‘সংক্রান্তি’ বলা হয়। সূর্য এ দিন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। আর তারপর থেকেই মকর সংক্রান্তির পর্ব।
ঢাকা,শুক্রবার ১৪ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।