নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে কীভাবে ভোট দিতে হবে তা দেখাতে কয়েকটি কেন্দ্রে চলছে মক ভোটিং।
ভোটারদের ইভিএম সম্পর্কে জানাতে এবং অভ্যস্ত করাতে শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে চলছে মক ভোট। মক ভোটিংয়ের মাধ্যমে ভোটারদের সচেতন করার পাশাপাশি ইভিএমে কোথাও কোনো ত্রুটি হচ্ছে কি না সেদিকটাও দেখা হচ্ছে।নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ূর রহমান জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে এই মক ভোটিংয়ের আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই মক ভোটিং (প্রশিক্ষণ) চলবে। যে কেউ এসে ইভিএমে কীভাবে ভোট দেওয়া হয় তা দেখতে পারবেন ও ভোট দিতে পারবেন। সাধারণ ভোটারদের সচেতন করার পাশাপাশি ইভিএম মেশিনের কোনো সমস্যা আছে কিনা সেটাও বের হয়ে আসবে। মহড়ার পাশাপাশি নির্বাচনের অন্যান্য প্রস্তুতিও এগিয়ে চলছে। ভোটের দিন সবাইকে মাস্ক পরে কেন্দ্রে আসার জন্যও উৎসাহ দেওয়া হচ্ছে।
নারায়ণগঞ্জ,শুক্রবার ১৪ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।