অস্ট্রেলিয়া সফরে এসে বিপদে পড়েছেন নোভাক জোকোভিচ। দুই দফায় ভিসা বাতিল হওয়ার পর এবার দ্বিতীয়বারের মতো ইমিগ্রেশনে আটক করা হয়েছে তাকে।সার্বিয়ান এই টেনিস তারকার ভিসা বাতিল নিয়ে আপিল শুনানির আগে তাকে আটক করা হয়েছে। এর মানে শুনানিতে নিশ্চিত হবে নাম্বার ওয়ান তারকার অস্ট্রেলিয়ান ওপেন ভাগ্য।
মহামারির মধ্যে টিকা না নেওয়ায় বিশ্বসেরা এই টেনিস খেলোয়াড়কে ‘জনস্বাস্থ্যের জন্য হুমকি’ অ্যাখ্যা দিয়ে তার ভিসা দ্বিতীয়বারের মতো বাতিল করেছে দেশটি। জকোভিচের আইনজীবীরা সরকারের এ সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ অ্যাখ্যা দিয়ে আপিল করেছে, যার শুনানি হবে রবিবার।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার অনলাইনে প্রাক-বিচারিক শুনানির পর জকোভিচ হোটেলে ফিরে যান। এখানে তাকে ‘আটক অভিবাসী’ হিসেবে রাখা হয়েছে। রবিবার চূড়ান্ত শুনানির আগ পর্যন্ত তাকে সেখানেই থাকতে হবে।৩৪ বছরের সার্বিয়ান এই টেনিস তারকা অস্ট্রেলিয়ায় থাকতে পারবেন কি-না এবং সোমবার মেলর্বোনে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারবেন কিনা তা নির্ধারিত হবে এই শুনানির রায়ে।
ক্রীড়া ডেস্ক,শনিবার ১৫ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।