হল প্রাধ্যক্ষের পদত্যাগসহ তিনদফা দাবি আদায়ে চতুর্থ দিনের মতো আন্দোলন কর্মসূচী পালন করছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের শিক্ষার্থীরা। রোববার (১৬ জানুয়ারি) সকাল থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বর এলাকায় অবস্থান গ্রহণ করেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়গামী সকল পরিবহন প্রবেশে বিঘ্ন ঘটছে।এর আগে শনিবার (১৫ জানুয়ারি) তৃতীয় দিন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
শনিবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শতাধিক ছাত্রী। তাদের সাথে সংহতি প্রকাশ করে কিছু ছাত্রও অংশ নেন। অবরোধের ফলে রাস্তার উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা,রোববার ১৬ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।