নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নারায়ণগঞ্জ নির্বাচন পরিদর্শন করেছেন। তবে তিনি নির্বাচন পরিস্থিতি নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াই জানাতে চাননি। উপস্থিত সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করলেও বারবারই ‘আমি কিছুই বলতে চাই না’ বলে এড়িয়ে গেছেন তিনি। তবে ভালো একটি নির্বাচন দেখে যেতে চান বলে জানিয়েছেন মাহবুব তালুকদার। তিনি বলেন, বিদায়লগ্নে ভালো একটি নির্বাচন দেখে যেতে চাই বলেই কেন্দ্রে এসেছি।
এমনকি নির্বাচনের নিরাপত্তা ও সার্বিক নির্বাচন পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলেও তিনি কোনো উত্তর না দিয়ে একই জবাব দিয়েছেন। বিকেল ৪টা পর্যন্ত আমরা দেখবো, তার পর মন্তব্য করবো সার্বিক অবস্থা কী।
নারায়ণগঞ্জ,রোববার ১৬ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।