ভিসা আপিলে হেরে গিয়েছেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। আপিলে হেরে যাওয়ায় তাকে অস্ট্রেলিয়া ছাড়তে হবে।
শুনানির পর আদালত অস্ট্রেলিয়া সরকারের ভিসা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন।করোনা ভাইরাসের টিকা ছাড়া অস্ট্রেলিয়ায় অবস্থান করা যাবে না, দেশটির সরকারের এমন সিদ্ধান্তের ওপরই বহাল থাকল অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট। ফলে মেলবোর্নে শুরু হতে যাওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে অংশ নেওয়া হচ্ছে না সার্বিয়ান তারকার। যেখানে আগামী সোমবার প্রথম রাউন্ডের ম্যাচে খেলতে নামার কথা ছিল আসরটির বর্তমান চ্যাম্পিয়নের।
রোববার আদালতে শুনানির সময় তিন বিচারকের প্যানেলের সামনে আপিল হয়। যেখানে অস্ট্রেলিয়া সরকারের দেওয়া নিষেধাজ্ঞা ‘অবৈধ এবং অযৌক্তিক’ বলে প্রমাণ করতে পারেননি জোকোভিচের আইনজীবি।করোনাভাইরাস প্রতিরোধী টিকা না নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পরপরই জোকোভিচ আটক হন। এরপর মুক্ত হলেও ভিসা জটিলতায় ফের তাকে আটক করে হোটেলে রাখা হয়।
ক্রীড়া ডেস্ক,রোববার ১৬ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।