দেশের বেশকিছু অঞ্চলে বইছে মৃদু শৈত্য প্রবাহ। সেই সঙ্গে রয়েছে হিমেল হাওয়া। আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশে মেঘ না থাকার কারণে ঠান্ডার মাত্রা একটু বেশি। সূর্যের দেখা মিললেও তাপমাত্রা কম থাকায় তা উত্তাপ ছড়াতে পারছে না।
মৃদু শৈত্য প্রবাহ থাকার কারণে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পঞ্চগড়ে শীতের তীব্রতা থাকছে বেশি। আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রী সেলসিয়াস। পাশাপাশি বইছে ঠাণ্ডা বাতাস। সকালে সূর্যের দেখা পাবার পর কিছুটা স্বস্তি মেলে। গেল এক সপ্তাহের তুলনায় আজ রংপুরে শীত কিছুটা বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা বা শৈত্য প্রবাহের দাপট না থাকলেও রাতের হিমেল হাওয়ার কারণে এমন পরিস্থিতি দেখা দিয়েছে। কুড়িগ্রামে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রী সেলসিয়াস। এদিকে শীতের প্রকোপ বাড়ায় জেলাগুলোর হাসপাতালে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা।
প্রায় ১০ দিনের বিরতির পর গুটি গুটি পায়ে আবার শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সোমবারের মধ্যে রংপুর বিভাগের বেশির ভাগ এলাকা এবং রাজশাহী ও খুলনার প্রায় অর্ধেক এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে। আর সারা দেশের রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটা বলা হয়েছে।
গত দুই দিন ধরে সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। শীতের হিমেল বাতাস বইছে ঘণ্টায় ৫ থেকে ১২ কিলোমিটার গতিতে। সেই সঙ্গে কুয়াশাও বাড়তে শুরু করেছে, বিশেষ করে নদীতীরবর্তী এলাকাগুলোতে রাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা ছিল। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, ওই ঘন কুয়াশা আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায় , বছরের এই সময়ে দেশে সবচেয়ে বেশি শীত থাকে, কিন্তু এ বছর বঙ্গোপসাগরসহ বিভিন্ন স্থান থেকে মেঘ আসার পরিমাণ বেড়ে যাওয়ায় শীতের বাতাস আসতে বাধা পাচ্ছিল। এখন আকাশ মেঘমুক্ত হওয়ায় শীতের বাতাস স্বাভাবিকভাবে আসতে পারছে। তাই শীত বেড়েছে, ২০ জানুয়ারি পর্যন্ত এই শীত ও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা এবং মৌলভীবাজারে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও এক থেকে দুদিন অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
রংপুর,সোমবার ১৭ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।