নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মতোই আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাবে দৈনিক ভোরের আকাশ পত্রিকার নবরূপে আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সিটি করপোরেশনগুলোতে আওয়ামী লীগের জয়ই প্রমাণ করে শেখ হাসিনার জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে। নির্বাচন থেকে সরে দাঁড়ালেও বিভিন্ন অবয়বে বিএনপি ভোটের মাঠে ছিল।এ সময় তিনি আরও বলেন, অনুষ্ঠান বা দিবস ভিত্তিক বিজ্ঞাপন নেয়ার জন্য যে সমস্ত পত্রিকা বের হয় সেগুলো বন্ধের জন্য জেলা প্রশাসকদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। ভুতুড়ে অনলাইন বন্ধেও কার্যক্রম চলছে।