ফিফা দ্য বেস্টের পুরস্কারটি ঠিকই নিজের করে নিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভান্ডভস্কি।
লিওনেল মেসিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার ‘ফিফা দ্য বেষ্ট জিতে নিয়েছেন রবার্ট লেভান্ডভস্কি। আর বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতেল্লাস।
সোমবার সুইজারল্যান্ডের জুরিখে ‘ফিফা দ্য বেস্ট’ খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। এবার তিনি মেসির সঙ্গে হারিয়েছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে। ফিফার প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় নাম ছিল তাদের।
বুন্দেস লিগায় রেকর্ড ৪১ গোল করে ইউরোপিয়ান স্যু জিতে নিয়েছেন লেভান্ডভস্কি। এর মধ্যে ২৪ গোল করেছেন ২০২১ সালে। এছাড়াও এ বছর অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে দুই গোল ও ফাইনালে এক অ্যাসিস্ট করেন লেভান্ডভস্কি।
এদিকে, বর্ষসেরা কোচের পুরষ্কার জিতেছেন চেলসির টমাস টুখেল। তবে কিছু পুরষ্কার নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বর্ষসেরা নারী ফুটবলার হয়েও সেরা একাদশে জায়গা পাননি বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতেল্লাস।
আবার পুরুষ ফুটবলে সেরা গোলকিপার হয়েছেন চেলসির মেন্ডি তবে একাদশে ডোনারুম্মা। একইভাবে পুরো প্রতিযোগিতায় তৃতীয় হয়েও বেস্ট ইলেভেনে নেই মোহাম্মেদ সালাহ। পুসকাস অ্যাওয়ার্ড পেয়েছেন আর্জেন্টিনা ফরোয়ার্ড এরিক লামেলা। অলটাইম ন্যানাল গোলের জন্য বিশেষ পুরষ্কার পেয়েছেন রোনালদো। আর ডেনমার্কের ফ্যানরা জিতেছে সেরা সমর্থকের পুরষ্কার।
ক্রীড়া ডেস্ক,মঙ্গলবার ১৮ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।