ইয়েমেনের রাজধানী সানায় সৌদি জোটের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। হুথি বিদ্রোহীদের দমনে দেশটিতে অব্যাহত হামলার মধ্যেই নতুন এই প্রাণহানির ঘটনা ঘটলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন এই হামলায় একটি ভবনেরই ১৪ জন বাসিন্দা নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
মাত্র একদিন আগেই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হুথি বিদ্রোহীদের হামলায় তিনজন নিহত হন। ধারণা করা হচ্ছে ওই হামলার প্রতিশোধ নিতেই পাল্টা এই আক্রমণ চালিয়েছে জোটটি। স্থানীয় সময় মঙ্গলবার সকালেই সানায় হুথি বিদ্রোহীদের ক্যাম্পে বিমান হামলা চালানোর কথা জানায় সৌদি আরব। তবে হুথি বাহিনীর দাবি, শহরজুড়ে হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
সৌদি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার সানায় হুতিদের আস্তানা ও ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে জোট বাহিনী। এতে ২০১৯ সালের পর কোনো হামলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক ডেস্ক,মঙ্গলবার ১৮ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।