রাজধানীর ওয়ারী জয় কালী মন্দির মোড়ে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইরফান (৪৮) নামের এক ব্যক্তিকে বাস থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২০জানুয়ারি) ওয়ারীর জয় কালী মন্দির মোড়ে বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।ওয়ারী থানার (এসআই) আরাফাত হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি গ্রিন বাংলা নামের একটি বাসে ছিলেন ইরফান। বাসটি জয় কালী মন্দির মোড়ে এলে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে কনডাক্টর মোজাম্মেল তাকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয়। পরে স্থানীয়রা মোজাম্মেলকে আটক করার পরে কৌশলে পালিয়ে যায় সে। মোজাম্মেলকে আটক ও গ্রিনবাংলা বাস জব্দ করতে কাজ শুরু করেছে পুলিশ।
ইরফানের বড় ভাই মো. রায়হান জানান, ডেমরা সারুলিয়া বড় ভাঙ্গা এলাকায় তাদের বাড়ি। ইরফান এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সেখানেই থাকতো। বাবা মৃত আলমগীর হোসেন।
ঢাকা মেডিক্যাল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ২০ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।