গাজীপুরের কাওরাইদ রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়েছে।বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা পৌনে ১২টায় কাওরাইদ রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার হারুন-অর-রশিদ জানিয়েছেন, কাওরাইদ রেলস্টেশনের দুই নম্বর লাইনে প্রবেশ করার পর ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে ট্রেন চলাচলে কোনো সমস্যা নেই। ঢাকা থেকে ছেড়ে ময়মনসিংহ হয়ে মোহনগঞ্জ যাচ্ছিল ট্রেনটি। এটি বেলা ১১টা ১২ মিনিটে শ্রীপুর রেলস্টেশন ছেড়ে যায়। পরে ১১টা ৪৪ মিনিটের দিকে কাওরাইদ রেলওয়ে প্লাটফর্মে প্রবেশের সময় দুটি বগি লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, ট্রেনটি উদ্ধারে ঢাকা থেকে রিলিফ ট্রেন আসছে।কাওরাইদ স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল কিছু সময় বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।
গাজীপুর,বৃহস্পতিবার ২০ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।