উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আমরণ অনশনের দ্বিতীয় দিনে কাজল দাশ নামের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাকে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাতভর ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল থেকেই ক্যাম্পাসে শ্লোগান দিতে থাকে। এর আগে গতকাল বুধবার (১৯ জানুয়ারি) একদফা দাবি হিসেবে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের জন্য বেলা ১২টা পর্যন্ত আল্টিমেটাম দেয়া হয়েছিলো। কিন্তু উপাচার্য পদত্যাগ না করায় নতুন কর্মসূচি হিসেবে আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা।
অনশনরত শিক্ষার্থী শাহরিয়ার বলেন, আমদের উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করায় আমরা আমরণ অনশন শুরু করেছি। পদত্যাগ না করা পর্যন্ত আমরা অনশন কর্মসূচি চালিয়ে যাবো।
সিলেট,বৃহস্পতিবার ২০ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।