নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে নবী হোসেন( ৫০) নামে ছোট ভাই নিহতের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার কামারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।নিহতের নাম নবী হোসেন (৫০) ও ঘাতক বড় ভাইর নাম আলী হোসেন। তারা কামারগাঁও গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, নবী হোসেনের সঙ্গে তার বড় ভাই আলী হোসেনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই আলী হোসেন ছোট ভাই নবী হোসেনের তল পেটে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় নবী হোসেনকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, পারিবারিক কলহ ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। পুলিশ এনিয়ে কাজ করছে।
নরসিংদী,বৃহস্পতিবার ২০ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।