সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে চতুর্থ দিনের মতো আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।অন্যদিকে, করোনা পরিস্থিতির মাঝে বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারী ও কর্তৃপক্ষ।
চার দিনের টানা অনশনে ক্রমেই শারীরিক পরিস্থিতির অবনতির হলেও আন্দোলন থেকে সরে না আসার ব্যাপারে নিজেদের অনড় অবস্থানের কথা জানান শিক্ষার্থীরা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনের কারণে এখন পর্যন্ত অসুস্থ ১৬ শিক্ষার্থীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে এক দফা দাবিতে ২৪ শিক্ষার্থী অনশন শুরু করলেও এখন অনশন চালিয়ে যাচ্ছেন বাকি ৭ শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের কণ্ঠে।
রোববার (১৬ জানুয়ারি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের অভিযান ও গুলি চালানোর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে সোমবার (১৭ জানুয়ারি) থেকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
সিলেট,শনিবার ২২ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।