রাজধানীর মাতুয়াইল এলাকায় সেন্টমার্টিন পরিবহনের বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় বাসের চালক ও সহকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে প্রাথমিকভাবে আটক দুজনের নাম-পরিচয় জানা যায়নি।শনিবার (২২ জানুয়ারি) দুপুরে তাদের আটকের বিষয়টি জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি জানান, রাজধানীর মাতুয়াইল এলাকায় সেন্টমার্টিন পরিবহনের বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়। এ ঘটনায় বাসচালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ৭টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সংলগ্ন রাস্তায় বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হন। এছাড়া সিএনজিচালিত অটোরিকশার চালকসহ আহত হয়েছেন আরও দুইজন।
ঢাকা,শনিবার ২২ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।