রাজধানীর ভাটারা সাইদনগর পানির পাম্পের পাশে ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় রাবেয়া আক্তার মীম (১২) নামে একটি শিশুর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।শনিবার (২২ জানুয়ারি) রাত ৮টা ১৬ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুই ইউনিট। রাত ৯টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হলে ওই ঘর থেকে শিশু রাবেয়ার দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, রাবেয়া আকতার মীম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আবদুল মান্নানের মেয়ে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার দেওয়ান আজাদ বলেন, আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। শিশুটি প্রতিবন্ধী ছিল। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, সাঈদনগর এলাকায় ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। আগুন নির্বাপণের পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে এক শিশুর দগ্ধ মরদেহ উদ্ধার করে।
ঢাকা,শনিবার ২২ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।