নিউজিল্যান্ডে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট বিস্তারের জেরে নিজের বিয়ে পিছিয়ে দিলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। স্থানীয় সময় রোববার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে দেশটিতে নতুন কড়কড়ির ঘোষণা দেন তিনি।এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, বিয়ের আয়োজনটা হচ্ছে না। কারণ, আমি আলাদা কেউ নই। দেশের বাকি নাগরিকদের দলেই। যাদের মহামারির প্রভাবে ভুগতে হচ্ছে। নিউজিল্যান্ডের লাখ লাখ নাগরিক আরও বড় বিপর্যয়ের মুখে পড়েছে। আমার কষ্ট তাদের তুলনায় কিছুই নয়। আমাদের একে অপরের জন্য এই ত্যাগটুকু করতে হবে। জীবন এমনই।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাধ্যতামূলক মাস্ক পরা ও জনসমাগম সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিউজিল্যান্ডে এক বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়া মোট ৯ জনের দেহে মেলে ওমিক্রনের উপস্থিতি। এরপরই ব্যাপক সতর্ক হয় কিউই প্রশাসন। নতুন বিধি অনুযায়ী বিয়ের মতো কোনো আয়োজনে উপস্থিত হতে পারবে সর্বোচ্চ ১০০ জন। তবে অবশ্যই টিকার সনদ থাকতে হবে সবার।
জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে কিউই প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের বাগদান হয় দুই বছরেরও বেশি সময় আগে। এরপর তাদের বিয়ের কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। নেভ নামে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
২০১৮ সালের জুন মাসে প্রথম সন্তানের জন্ম দেন জেসিন্ডা আরডার্ন। বিশ্বের ইতিহাসে প্রধানমন্ত্রীর মতো পদে থেকে মা হওয়ার দ্বিতীয় ঘটনা ছিল সেটি। প্রথম জন ছিলেন পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার ২৩ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।